বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট
ফাইল ছবি

প্রিপেইড বিদ্যুতের মিটার সংক্রান্ত অভিযোগ তদন্তে  বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কমিটিকে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলও জারি করেন।

গত ৬ জুন এএম জামিউল হক ফয়সালসহ তিন আইনজীবীর করা এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

হাইকোর্টের আদেশের সম্পূর্ণ টেক্সট এখনও প্রকাশ করা হয়নি।

পিটিশনে বলা হয়, প্রিপেইড বিদ্যুতের মিটার চালু হলেও অতিরিক্ত চার্জ, হিডেন চার্জ ও স্বচ্ছতার অভাবসহ নানা কারণে গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ এবং আর্থিক সমস্যা সৃষ্টি করছে। কিন্তু এখনও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে বিলিং, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জ ফেরত, পাবলিক কমিউনিকেশন ও  নীতি সংস্কারের পর্যালোচনা এবং নিরীক্ষার জরুরি প্রয়োজন রয়েছে বলে পিটিশনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the next general election

16m ago