জমি নিয়ে বিরোধ, মতিঝিলে ফাঁকা গুলি ও অপহরণের অভিযোগ

ছবি: সংগৃহীত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একজনকে অপহরণ ও ফাঁকা গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শেখ মহিউদ্দিন ও রাজুর মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, ঘটনাটি একাধিক সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। একটি ফুটেজে দেখা যায়, একটি সাদা প্রাইভেটকারে একদল লোক একটি দোকানের সামনে এসে থামে। বেশ কয়েকজন গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে লাঞ্ছিত করে এবং তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। অপর এক ফুটেজে দেখা যায়, একজন পিস্তল হাতে গাড়ির পেছনে দৌড়াচ্ছেন।

পুলিশ জানায়, এ সময়ে ইলিয়াস নামে একজনকে অপহরণ করা হয়।

রাসেল হোসেন বলেন, 'একপক্ষ বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ করছে। তার প্রতিপক্ষ এসে নির্মাণ কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়া হয়।'

পুলিশ সূত্র জানায়, যে পিস্তল থেকে গুলি চালানো হয়েছে, সেটি রাজুর লাইসেন্সপ্রাপ্ত। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এডিসি আবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অপরহণ হওয়া ইলিয়াসকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' 

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

18m ago