মির্জাগঞ্জে চেয়ারম্যান প্রার্থী-সমর্থকদের ওপর হামলা, আহত ৪

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জুয়েলের সমর্থকদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মো. রতন গোলদার, সরোয়ার হোসেন ও সোহাগ মৃধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সুবিদখালী বাজারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকীর শেষ জনসভার আয়োজন করা হয়। জনসভা শেষে ফেরার পথে আবু বকর সিদ্দিকীর সমর্থকের ওপর হামলা চালায় প্রতিপক্ষের সমর্থকরা।

আবু বকর সিদ্দিকী বলেন, আমার সমর্থকদের ওপর হামলা ও মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের সমর্থকরা আমার ওপরও হামলা চালায়। আমার গাড়ি ভাঙচুর করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লোক পাঠিয়ে আমাকে উদ্ধার করেন।

অভিযোগ নিয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম জুয়েল ভরেন, আমার কোনো সমর্থক ওই হামলার সঙ্গে জড়িত না। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার।

মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

38m ago