মায়ামিতে 'এমএসএন' ত্রয়ী নিয়ে যা বললেন মেসি

ফুটবল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ ত্রয়ীর কথা বিবেচনা করলে শুরুর দিকেই আসে 'এমএসএন' ত্রয়ীর কথা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার কি দারুণ ফুটবলই না উপহার দিয়েছেন বার্সেলোনায়। তবে এই তিন ফুটবলারের কেউই এখন ইউরোপে নেই। মেসি ও সুয়ারেজ মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে আছেন। অন্যদিকে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন নেইমার।

তবে ফুটবলের এই বিধ্বংসী ত্রয়ীকে ফের একত্রে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। আর এই তিনজন ফের একত্রে খেলবেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সুয়ারেজ। তাই এ নিয়ে নানা সময়ই নানা গুঞ্জন উঠেছে। নেইমার মায়ামিতে যোগ দিলেই হতে পারে স্বপ্নপূরণ। তবে আপাতত এটা যে বেশ কঠিন বলে মনে করেন মেসি।

সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পোল্লো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে এই ত্রয়ীর ফের একত্রে খেলার ব্যাপারে মেসি বলেন, 'আমি আর নেইমার, আমরা প্রায়ই কথা বলি; এমনকি আমরা লুইস সুয়ারেজ সহ আমাদের তিনজনের একটি গ্রুপ চ্যাট করেছি...। নেই (নেইমার) নিখুঁত স্প্যানিশ ভাষা বলে। তাকে (মায়ামিতে) আনার জন্য একটু বার্তা? না, আমি জানি না। সত্যি বলতে কি, এটা এখন কঠিন…'

আর কেন কঠিন সেই ব্যাখ্যাও দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা, 'ও সৌদি আরবে আছে, এবং আমার মনে হয় ওর চুক্তির এখনও এক বছর বাকি আছে। ওর কঠিন একটি বছর গিয়েছে, যেখানে ও দীর্ঘদিন ধরেই আহত ছিল। তাই, এটা এখন কঠিন।'

তবে ফুটবলে অনেক নাটকীয় কিছুই ঘটে হরহামেশা। মেসিই যে বার্সেলোনা ছাড়বেন এমনটা বিশ্বাস করতেন না কেউই। এমনকি খোদ মেসিও হয়তো ভাবেননি। তাই বাস্তবতা অনেক কিছুই বদলে দিতে পারে বলে জানান আর্জেন্টাইন অধিনায়ক, 'এর পর, আমি জানি না। জীবন এত বাঁক নেয় যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমি মনে করি, আপাতত, না।'

উল্লেখ্য, অনেক দিন থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিস্কাস সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ায় হাঁটুতে অস্ত্রোপচার করানোয় গত অক্টোবর থেকেই মাঠের বাইরে তিনি। তবে পুনর্বাসন শেষে খুব শীগগিরই মাঠে ফেরার কথা রয়েছে তার। আগামী মৌসুমের শুরুর দিকেই ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান।

Comments

The Daily Star  | English

Dhaka to host high-level Bangladesh-India summit next month

The first high level official meeting between Dhaka and New Delhi since the fall of Awami League government is scheduled to be held in Dhaka next month

2h ago