৩০৫ টাকা পর্যন্ত বাড়ছে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের ভাড়া

বেনাপোল রেলওয়ে স্টেশনে বন্ধন এক্সপ্রেস। ছবি: স্টার ফাইল ছবি

ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করতে আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া বৃদ্ধি করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে (বিআর)।

গত ১৫ মে বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মো. মিহরাবুর রশিদ খাঁনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে—মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের প্রতি টিকিটের দাম সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ৩০৫ টাকা পর্যন্ত বাড়বে।

নতুন তালিকা অনুযায়ী ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের একটি এসি সিটের ভাড়া হবে পাঁচ হাজার ১১০ টাকা, যা বর্তমানে চার হাজার ৯০০ টাকা। একটি এসি চেয়ারের ভাড়া হবে তিন হাজার ৭৪০ টাকা, যা বর্তমানে তিন হাজার ৬০০ টাকা।

খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া দুই হাজার ৯৫০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৫৫ টাকা করা হচ্ছে। এসি চেয়ারের ভাড়া ৭০ টাকা বাড়িয়ে দুই হাজার ৩৭০ টাকা করা হচ্ছে।

ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেসের একটি এসি বার্থের ভাড়া ধার্য করা হয়েছে সাত হাজার ২৫ টাকা, যা বর্তমানে ছয় হাজার ৭২০ টাকা। এসি সিট ভাড়া হবে চার হাজার ৫২০ টাকা, বর্তমানে যা চার হাজার ২৯০ টাকা।

একই রুটে এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৮৬০ টাকা থেকে বাড়িয়ে চার হাজার ১৫ টাকা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

4h ago