অভিনেত্রী সীমানা মারা গেছেন

অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আজ মঙ্গলবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সীমানার ভাই এজাজ বিন আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ দিন ধরে অচেতন ছিলেন সীমানা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সীমানাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত ২০ মে।

অসুস্থ হওয়ার পর থেকে সীমানা চিকিৎসাধীন ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। তবে অবস্থার অবনতি হতে থাকায় গত বুধবার সীমানাকে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

শোবিজে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। দেখা গেছে সিনেমায়ও। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। গত বছর আবার নতুন করে কাজে ফিরেছিলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago