বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে ফিরলেন বিশ্বকাপজয়ী নাওয়াজ

Naveed Nawaz
নাভিদ নাওয়াজ। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে আবার দায়িত্ব পেয়েছেন নাভিদ নাওয়াজ। পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্টের আওতাধীন জুনিয়র বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের ভূমিকায়ও কাজ করবেন এই লঙ্কান।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাওয়াজকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নাওয়াজের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। তার চুক্তির মেয়াদ শুরু হচ্ছে আজ ১ জুন থেকে। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে এর আগে তিনি এদেশে কাজ করেছেন ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তার সময়েই বাংলাদেশ প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। ২০২০ সালে আকবর আলীরা ফাইনালে ভারতকে হারিয়ে পেয়েছিলেন শিরোপা।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ক্রিকেটে দায়িত্ব নেওয়ার আগে শ্রীলঙ্কার কোচিং স্টাফে ছিলেন নাওয়াজ। নিজ দেশের জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করেছেন তিনি।

বাংলাদেশের যুবাদের প্রধান কোচের পদে এবার স্টুয়ার্ট লয়ের স্থলাভিষিক্ত হয়েছেন নাওয়াজ। ল নিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব। এই অস্ট্রেলিয়ান কোচের অধীনে প্রথম সিরিজেই টি-টোয়েন্টি সংস্করণে ২-১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আমেরিকানরা।

Comments

The Daily Star  | English

5 killed as bus hits ambulance on Dhaka-Mawa Expressway

The accident occurred around 11:30am when the bus hit the ambulance parked on the expressway at Nimtola.

2h ago