ঘূর্ণিঝড় রিমালে খুলনার তিন জেলায় ১৭২ প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ১৭২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ২ কোটি ৪ লাখ টাকা। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় একটি প্রাথমিক শিক্ষা কার্যালয়সহ ৬৭টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলায় মোট ৮৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে তালা উপজেলায়, যেখানে ২১টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কালীগঞ্জ উপজেলায় ১২টি, কলারোয়ায় ৭টি, শ্যামনগরে ১২টি এবং সদর উপজেলায় ৭টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাগেরহাট জেলা শিক্ষা অফিসার সুকুমার মিত্র দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাগেরহাটে মোট ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতির পরিমাণ ৭১ লাখ ৭ হাজার টাকা।'
খুলনা জেলা শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম ডেইলি স্টারকে বলেন, 'জেলার ১ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৪৫ লাখ ৭৫ হাজার টাকা।'
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. মোসলেম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'আমরা জেলার বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছি। ঝড়ে অনেক বিদ্যালয়ের টিনের ছাউনি পুরোটাই উড়ে গেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।'
Comments