জেনেভা ক্যাম্পে পেট্রল বোমার আঘাতে আহত শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্প। ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গত শুক্রবার দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পেট্রল বোমার আঘাতে আহত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার মাদক চোরাকারবারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের মধ্যে পেট্রল বোমা বিস্ফোরণ হলে ক্যাম্পের বাসিন্দা শিশু রাসেল (১২) আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ওই ঘটনায় রাসেলের ভাই আশিক মামলা করেছিলেন। মামলার পর পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে বলে জানান পরিদর্শক তোফাজ্জল।

জানতে চাইলে আশিক ডেইলি স্টারকে বলেন, 'আমার ছোট ভাই রাসেল তৃতীয় শ্রেণীতে পড়ত। সে তো কোনো দলের সঙ্গে ছিল না। পানি আনতে কল পাড়ে যায়। হঠাৎ সেখানে পেট্রল বোমা নিক্ষেপ করলে আমার ভাই আহত হয়।'

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

Bangladesh Bank withdraws its dress code for officials amid criticism

Bangladesh Bank retracts dress code following governor's directive

44m ago