বাংলাদেশ স্কোয়াডে সুজন, বাদ পড়লেন জিকো
অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এক সময় যিনি বিবেচিত ছিলেন দেশের এক নম্বর গোলরক্ষক হিসেবে। তার বদলে প্রথমবারের মতন স্কোয়াডে নেওয়া হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুজন হোসেইনকে।
জাতীয় দলের সর্বশেষ ম্যাচে স্কোয়াডে থাকলেও একাদশে ঠাঁই পাননি জিকো। তার জায়গায় মিতুল মারমা বেশ কিছু দিন ধরে ভালো খেলে এক নম্বর পছন্দে চলে আসেন। মিতুল, সুজনের পাশাপাশি স্কোয়াডে আছেন মেহেদী হাসান শ্রাবণ।
চোটের কারণে লম্বা সময় ধরে খেলাই বাইরে থাকা ডিফেন্ডার তারিক কাজী ফিরেছেন। চোট শঙ্কা দূর করে আছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।
স্কোয়াডে থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলা হবে না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও মুজিবুর রহমান জনির। কার্ডের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন তারা। লেবাননের বিপক্ষে তারা খেলতে পারবেন।
৬ জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১১ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ কাতারের দোহায়। এই দুই ম্যাচের জন্য ১ জুন থেকে ক্যাম্প করবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।
বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেইন।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক রহমান কাজী, রহমত মিয়া, ইসা ফয়সল, শাকিল হোসেইন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মুজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি।
ফরওয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।
Comments