বায়ার্নের কোচ হলেন কোম্পানি

বায়ার্ন মিউনিখের কোচ হতে যাচ্ছেন ভিনসেন্ট কোম্পানি, এমন গুঞ্জন অনেক দিন থেকেই ছিল ফুটবল মহলে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। বাভারিয়ানদের কোচ হলেন সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ও বার্নলি কোচ কোম্পানি। তিন বছরের চুক্তিতে জার্মান ক্লাবটিতে যোগ দিলেন এই বেলজিয়ান।

টমাস টুখেলের স্থলাভিষিক্ত হলেন ৩৮ বছর বয়সী কোম্পানি। চলতি মৌসুম শেষ না হতেই ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন টুখেল। তখন থেকেই কোচ খুঁজছিল ক্লাবটি। তারপর জাবি আলোনসো, জিনেদিন জিদান, ডি জার্বিদের দ্বারস্থ হয়েছিল তারা। তারা রাজী না হলে পুনরায় টুখেলকে বোঝানোর চেষ্টা চালিয়েছিল ক্লাবটি। কিন্তু রাজী হননি এই জার্মান কোচ।

বার্নলিতে চলতি মৌসুমটা ভালো না কাটালেও ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন কোম্পানি। এবার ১৯তম হয়ে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় তাদের। অবশ্য তারপরও ক্লাবটি কোম্পানিকে ধরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু বাভারিয়ানদের প্রস্তাব উপেক্ষা করতে পারেননি তিনি।

বায়ার্নের কোচ হয়ে দারুণ উচ্ছ্বসিতও এই বেলজিয়ান, 'বায়ার্নে এই চ্যালেঞ্জের জন্য আমি উন্মুখ। ক্লাবটির হয়ে কাজ করা হবে সম্মানের। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন একটি প্রতিষ্ঠান।'

ম্যানচেস্টার সিটির হয়ে ১১ মৌসুমে চারটি লিগ শিরোপা, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ ও দুটি কমিউনিটি শিল্ড জেতা কোম্পানি ২০২০ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। এরপর স্বদেশী ক্লাব আন্ডারলেখটে কোচ হিসেবে যোগ দেন। ২০২২ সালে দায়িত্ব নেন বার্নলির। প্রথম মৌসুমেই দলকে তোলেন প্রিমিয়ার লিগে। এবার পাড়ি জমালেন জার্মান ফুটবলে।

এদিকে গত এক দশকের বেশি সময় রাজত্ব করলেও চলতি মৌসুমে শিরোপাহীন ছিল বায়ার্ন। ফলে স্বাভাবিকভাবেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন কোম্পানি।

Comments

The Daily Star  | English

Political party consensus will determine speed of reforms, election

Chief Adviser Prof Muhammad Yunus has said that it is the political parties that will decide on the nature and extent of reforms, which in turn will determine how soon the election can be held.

2h ago