লা লিগার বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন জুড বেলিংহ্যাম। প্রথম মৌসুমেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে রেখেছেন দারুণ ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের খুব কাছেও তার দল। এমন দারুণ মৌসুম শেষে লা লিগার সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেলেন এই ইংলিশ মিডফিল্ডার।
এবার রিয়ালের মাঝমাঠের মূল চালিকা শক্তিই ছিলেন বেলিংহ্যাম। একই সঙ্গে গোলও করেছেন নিয়মিত। ২৮ ম্যাচে তার গোল সংখ্যা ১৯টি। পাশাপাশি ৬ গোলে সহায়তাও করেছেন এই তরুণ। তবে শুরুর ছন্দে মাঝে কিছুটা হারিয়ে ফেলেছিলেন। তবে শেষ দিকে আবারও জ্বলে উঠেছেন তিনি।
@BellinghamJude (@realmadriden) is chosen PLAYER OF THE SEASON in #LALIGAEASPORTS!@EASPORTSFC | @Globe_Soccer #LALIGAPLAYEROFTHESEASON#PREMIOSLALIGA#LALIGAAWARDS pic.twitter.com/wI3WVPBTvn
— LALIGA English (@LaLigaEN) May 28, 2024
প্রথম মৌসুমেই লা লিগায় বর্ষসেরা হওয়ার উচ্ছ্বাসও লুকাতে পারেননি বেলিংহ্যাম। এক ভিডিও বার্তায় বলেছেন, 'এই ট্রফির জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করাটা সম্মানের ব্যাপার। আমি দুঃখিত যে সরাসরি উপস্থিত হতে পারিনি। আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতি নিতে ব্যস্ত রয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য এ পুরস্কার আমি আমার সতীর্থ, সব স্টাফ এবং কোচকে উৎসর্গ করতে চাই।'
একই সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি এই মিডফিল্ডার, 'পাশাপাশি সমর্থকদের কথাও বলতে হয়। এটা বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলা সব সময় আনন্দের ব্যাপার।'
এদিকে এবার লা লিগার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জিরোনার মাইকেল (মিগুয়েল আনহেল সানচেজ মুনোজ)। চলতি মৌসুমে লম্বা সময় পর্যন্ত শিরোপা লড়াইয়ে ছিল তার দল। যদিও শেষ দিকে আর পেরে ওঠেনি দলটি। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে দলকে প্রথমবারের মতো নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের মঞ্চে।
Comments