ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ছয় ঘণ্টায় চট্টগ্রামে ১৪৮ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ এমএইচএম মোসাদ্দেক আলী জানিয়েছেন দুপুর ৩টা পর্যন্ত পরবর্তী তিন ঘণ্টায় সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, 'রাত ৮টায় জোয়ার শুরুর সময়। তখন পানি আরও বাড়তে পারে।'
নগরীর বহাদ্দারহাট, বাকালীয়া, চকবাজার, মুরাদপুর, ২ নম্বর গেট, ষোলশহর, পূর্ব নাসিরাবাদ, হালীশহর, সিইপিজেড, সাগরিকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সড়ক তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে চলাচল। কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সকাল সোয়া ৬টায় প্রাইভেটকারে রওনা হন। তবে জলাবদ্ধতার কারণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে থেকে তাকে বিপকল্প পথে যেতে হয়।
Comments