রাঙ্গামাটির বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যানকে গুলি

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বড়থলী ইউপির ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আতোমং মারমা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার হাতে ও পায়ে গুলি লেগেছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা সন্ত্রাসীদের গুলিতে আহতের পর পার্শ্ববতী রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আজ সকালের তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

7-member committee formed to probe Secretariat fire

The committee will submit its report within 7 working days, detailing findings, recommendations to prevent such incidents in future

16m ago