বাংলাদেশে একইদিনে মুক্তি বলিউডের ‘মি. অ্যান্ড মিসেস মাহি’

রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

আগামী ৩১ মে সারা বিশ্বে মুক্তি পাচ্ছে স্মরণ শর্মা পরিচালিত বলিউডের সিনেমা 'মি. অ্যান্ড মিসেস মাহি'। একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টর অনন্য মানুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ মঙ্গলবার সিনেমাটির মুক্তির অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, সেটা পেয়েছি। একইদিনে ভারতের সঙ্গে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দুয়েকদিনের মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেব। আশা করি একইদিনে মুক্তি পাবে সিনেমাটি।'

স্মরণ শর্মা পরিচালিত 'মি. অ্যান্ড মিসেস মাহি সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার রাও, জাহ্নবী কাপুর। 

সিনেমার গল্পে রাজকুমারকে দেখা যাবে ব্যর্থ ক্রিকেটারের চরিত্রে। পারিবারিকভাবে বিয়ের পর আবিষ্কার করে তার স্ত্রীর ক্রিকেট দক্ষতা। জাহ্নবী পেশায় চিকিৎসক হলেও ব্যাটিংয়ে পারদর্শী। স্ত্রীকে ক্রিকেটার বানানোর জন্য উঠেপড়ে নামেন রাজকুমার। 

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

26m ago