মসজিদে নামাজ পড়ার নামে চুরি করেন তারা, গ্রেপ্তার ৪
মসজিদে মুসল্লির বেশে প্রবেশ করে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ চার জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-বন্দর ও পশ্চিম)। বুধবার রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হয়েছেন আব্দুল মালেক (৩৭), লোকমান হাকীম (৪৫), মো. নয়ন (২৬), এবং সেলিম উদ্দিন (৪০)।
ডিবির বন্দর-পশ্চিম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আইয়ুব উদ্দিন বলেন 'এই চারজনই চোর চক্রের সদস্য। নগরীর বিভিন্ন মসজিদে দীর্ঘদিন ধরে তারা মুসল্লিদের মোবাইল ফোন, ওয়ালেট ও ব্যাগসহ মালামাল চুরি করেন।'
'গত ২ মে আগ্রাবাদের বাদামতলী শাহী জামে মসজিদ থেকে একজনের হ্যান্ডব্যাগ খোয়া যায়। ব্যাগ চুরির অভিযোগে তিনি ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি করেন। পরে গোয়েন্দা পুলিশের সহযোগিতা চাওয়ায় তা তদন্ত শুরু করে পুলিশ,' বলেন এস আই আইয়ুব।
তিনি আরও বলেন, 'মোবাইলের ডিভাইস সনাক্তকরণ নম্বর ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়।'
ডিবির উপ-পুলিশ কমিশনার আলী হোসেন বলেন 'এরা মসজিদ-ভিত্তিক চোর চক্রের সক্রিয় সদস্য। এরা চট্টগ্রামের বড় বড় মসজিদগুলোতে মুসল্লি হিসেবে প্রবেশ করে। যাদের পাশে ব্যাগ ও মোবাইল ফোন থাকে তাহাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার ভান করে এক ফাঁকে চুরি করে নিয়ে যায়।'
এই বিষয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments