খুলনার শঙ্খ সিনেমা হলে আজ ‘কাজলরেখা’ দেখবেন পরিচালক ও নায়িকা
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজলরেখা' মুক্তির এক মাস পার হয়ে গেছে। এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি, সেইসঙ্গে পাচ্ছে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা।
চলতি সপ্তাহে খুলনা শহরের দুটি প্রেক্ষাগৃহে 'কাজলরেখা' মুক্তি পেয়েছে। এই শহরের শঙ্খ সিনেমা হলে আজ বৃহস্পতিবার নিজের পরিচালিত সিনেমা দেখবেন গিয়াস উদ্দিন সেলিম ও 'কাজলরেখা' সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী।
গিয়াস উদ্দিন সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোরে খুলনা শহরে এসে পৌঁছেছি। খুব ভালো লাগছে এখানে এসে। আজ সন্ধ্যা ৬টায় "কাজলরেখা"র শো দর্শকদের সঙ্গে দেখার জন্যই খুলনা আসা।'
তিনি বলেন, '"কাজলরেখা" সিনেমার প্রতি দিন দিন দর্শকের আগ্রহ বাড়ছে। আশা করছি খুলনা শহরেও "কাজলরেখা" দর্শকের ভালোবাসায় সিক্ত হবে।'
মন্দিরা চক্রবর্তী বলেন, 'খুলনা আমার নিজের শহর। আমার শহরে "কাজলরেখা" চলছে, এটা আমার জন্য আনন্দের খবর। এই দিনের অপেক্ষায় ছিলাম।'
মন্দিরা আরও বলেন, 'আজ দর্শকদের সঙ্গে "কাজলরেখা" দেখব। আমার বিশ্বাস দর্শক সাড়া দেবেন।'
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে 'কাজলরেখা'। এ মাসেই কানাডা ও আমেরিকায় মুক্তি পাবে সিনেমাটি। এ ছাড়া, আগামীকাল ঢাকার বাইরের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Comments