কান চলচ্চিত্র উৎসবে ভাবনা

কান চলচ্চিত্র উৎসবে আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে গেছেন বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রথমবারের মতো এই উৎসবে গেছেন তিনি। ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্র জগতের এই আসর।

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই উৎসব চলবে ১২ দিন। নিজে থেকেই কান চলচ্চিত্র উৎসবে গেছেন ভাবনা। সেখানকার অভিজ্ঞতা নিতেই তার এই যাত্রা। সেখানে গিয়ে তার ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, 'ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।'

কান চলচ্চিত্র উৎসবে ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভাবনা সেখানে ছবি দেখবেন, সেখানকার পরিবেশ উপভোগ করবেন। বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের সাথে কথা বলবেন। সে কারণে কান চলচ্চিত্র উৎসবে গেছেন এই অভিনেত্রী। গত কয়েকদিনে কয়েকটি ছবি তার ফেসবুকে শেয়ার করেছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

9m ago