৮ জেলায় তাপদাহ, মঙ্গলবার গরম বাড়তে পারে ১-২ ডিগ্রি

৮ জেলায় তাপদাহ, মঙ্গলবার গরম বাড়তে পারে ১-২ ডিগ্রি
স্টার ফাইল ফটো | ছবি: এমরান হোসেন/স্টার

দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।

পাবনার ঈশ্বরদী উপজেলায় সোমবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া, টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।

পূর্বাভাস অনুসারে, বৃষ্টির প্রবণতা কমে আসায় মঙ্গলবার দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

এদিন সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় পাঁচ ও নোয়াখালী হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, কিছু কিছু জায়গায় তাপদাহ বিস্তার লাভ করতে পারে।

Comments

The Daily Star  | English

No kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

11m ago