মেসির বিপক্ষে খেলছেন, চিমটি কেটে যাচাই করবেন মন্ট্রিল অধিনায়ক
দুই দশকেরও বেশি সময় ধরে লিওনেল মেসির জাদু বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। তার দুই পায়ের পায়ের কারুকার্যে অনেকেই তাকে ভিন গ্রহের প্রাণী বলেই আখ্যা দিয়েছেন। সিএফ মন্ট্রিল অধিনায়ক স্যামুয়েল পিয়েটও মনে করেন এমনটাই। মেসির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে দারুণ আপ্লুত তিনি। যেন ঘোরের মধ্যে রয়েছেন এই কানাডিয়ান।
কানাডার স্টাডে সাপুটোতে বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোরে লেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মেসির ক্লাব ইন্টার মায়ামির বিপক্ষে খেলবে মন্ট্রিল। গত বছর ক্লাবটিতে যোগ দিলেও প্রথমবারের মতো কানাডায় খেলতে যাচ্ছেন মেসি। তাই তাকে সামনে থেকে দেখার জন্য তর সইছে না মন্ট্রিল অধিনায়কের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেসির উচ্ছ্বসিত প্রশংসায় মাতেন পিয়েট।
'আমার দৃষ্টিতে মেসি সর্বকালের সেরা। তার বিপক্ষে খেলার সুযোগ আছে তা বুঝতে আমাকে নিজেকে চিমটি কাটতে হবে। আমি ডেভিড ভিয়ার বিপক্ষে খেলেছি, এটা খুবই অবাস্তব ছিল এবং আমি ভাগ্যবান ছিলাম যে তার শার্ট পরে পেয়েছিলাম। কিন্তু মেসি। একটি প্রাণী সম্পূর্ণ আলাদা, অন্য গ্রহ থেকে এসেছে," লে জার্নাল ডি মন্ট্রিলের সঙ্গে কথোপকথনে এমনটাই বলেছেন কানাডিয়ান দলের অধিনায়ক।
নিজের উত্তেজনা লুকাতে না পারলেও মেসির বিপক্ষে প্রথমবারের মতো খেলছেন না পিয়েট। ক্যারিয়ারের এক পর্যায়ে স্পেনে খেলেছেন তিনি। দিপার্তিভো লা করুনার হয়ে এক ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলেছিলেন। সেই ম্যাচে বার্সার কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তার দল।
সেই স্মৃতি তুলে ধরে পিয়েট বললেন, 'এর আগে আমি যখন তার বিরুদ্ধে খেলেছিলেম তখন সেতার তার সেরা অবস্থানেই ছিল এবং সে আমাদের বিপর্যস্ত করেই ছাড়ে। তবে আমার ছেলেরা যদি মাঠে যেতে পারে এবং তাকে দেখাতে পারে যে আমরা একটি দল এবং শুধুমাত্র ব্যক্তি নয়, তাহলে আমি সবচেয়ে সুখী মানুষ হব।'
Comments