স্টিকার লাগানোয় ৩৬৩ গাড়ির বিরুদ্ধে মামলা

ডিএমপি দক্ষিণ ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

পুলিশ, সরকারি, বেসরকারি সংস্থাসহ বিভিন্ন বাহিনীর স্টিকার ব্যবহারের অভিযোগে গত তিন সপ্তাহে ৩৬৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে কেউ যাতে অপরাধ করতে না পারে সেজন্য স্টিকার লাগানো যানবাহনের বিরুদ্ধে গত ১২ এপ্রিল থেকে অভিযান শুরু করে ডিএমপি।

আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।

তিনি জানান, এ সময়ে স্টিকার ব্যবহারের দায়ে ৩৬৩টি, ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে ৪৬১টি এবং অবৈধ যানবাহন ডাম্পিংয়ের দায়ে ২ হাজার ৩৫০টিসহ মোট ৩ হাজার ১৭৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ।

তিনি বলেন, মামলা করার পাশাপাশি অননুমোদিত যানবাহনকে জরিমানাও করা হচ্ছে। এছাড়া গাড়ির চালক বা স্বজনদের গাড়িতে স্টিকার ব্যবহার করতে দেখা গেলে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনের ৯২ ধারা অনুযায়ী অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

7m ago