গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ১৪

ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে গাজীপুরে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও ১৪ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন, সুনামগঞ্জের রাসেল মিয়া (২৫) ও একই এলাকার আবু সুফিয়ান (২৫)।

আজ শনিবার সকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান দ্য ডেইলি স্টারকে জানান।

দুর্ঘটনায় আহতরা হলেন, কিশোরগঞ্জের খাইরুল ইসলাম (২২), নেত্রকোণার পারভিন (৫২), সুনামগঞ্জের আলমগীর (১৬), সূর্য (২৮), লাল মিয়া (৪০), নুর ইসলাম (২০), আমির (৫৫), হানিফ (২০), এরশাদ (২৫), আম্বিয়া (৩০), ওয়াব (৩০), ময়মনসিংহের মহসিন (২৮) এবং আরও অজ্ঞাত দুই জন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, একটি পিকআপ ভ্যানে করে মিক্সচার মেশিন ও ১৬ জন শ্রমিক ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন। পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটিতে পৌঁছালে একটি  ট্রাক তাদের চাপা দেয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সাবিনা দ্য ডেইলি স্টারকে জানান,  ঘটনাস্থল থেকে রাসেল মিয়া ও আবু সুফিয়ানকে মৃত আনা হয়। পরে আরও ১৪ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

13h ago