গাজীপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ
গাজীপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।
এসময় রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং শরবত বিতরণ করা হয়।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করেন।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এবং শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় তারা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে এমসি বাজার এলাকায় রফিকুল ইসলাম বাচ্চু বলেন, 'বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যা জনগণের কাছে প্রমাণিত। আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত, এই সরকারের পাতানো নির্বাচনী ফাঁদে কেউ যেন না পড়ে। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোট বর্জনের ডাকে দেশের ৯৫ ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি।'
লিফলেট বিতরণ কর্মসূচিতে গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী উপস্থিত ছিলেন।
Comments