ইউরো থেকে ছিটকে গেছেন কোর্তোয়া, বলছেন বেলজিয়াম কোচ
ইউরো চ্যাম্পিয়নশিপের আগে বড় ধাক্কা খেল বেলজিয়াম। হাঁটুর লিগামেন্টের চোটে আসন্ন ইউরো কাপ খেলা হচ্ছে না তার।
বেলজিয়াম জাতীয় দলের কোচ ডমেনিকো তেদেস্কো মঙ্গলবার গণমাধ্যমে এই খবর দিয়েছেন। হাঁটুর লিগামেন্টের আঘাতে থাকা এই গোলকিপারকে ছাড়া পুরো মৌসুম খেলছে রিয়াল মাদ্রিদ। তার জায়গায় আন্দ্রে লুনিনকে সুযোগ দিয়ে এগিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
মৌসুম শেষেও তার ফেরার নিয়ে নিশ্চয়তা নেই। চোট সারাতে কোর্তোয়ার হাঁটুতে আরেকটি অস্ত্রোপচার করাতে হতে পারে। ২০১১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১০২ ম্যাচ খেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক। জাতীয় দলের পাশাপাশি নিজের ক্লাব রিয়ালেরও তিনি এক নম্বর গোলরক্ষক।
জার্মান গণমাধ্যমকে বেলজিয়াম কোচ জানিয়েছেন, বিষয়টা আর অপেক্ষার পর্যায়ে নেই, 'এই ব্যাপারে সবই বলা হয়েছে। আমি দোলাচলের জন্য আর অপেক্ষা করতে চাই না।।'
২০২৩ সালের জুনের পর থেকে কোর্তোয়ার সঙ্গে তেদেস্কোর শীতল সম্পর্ক বিদ্যমান। কেভিন ডি ব্রুইনার চোটের পরও তাকে অধিনায়কত্ব না দিয়ে তেদেস্কো বেছে নেন রোমেলো লুকাকোকে।
চোটে থাকা কোর্তোয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার নীতি তার না থাকার এটাও একটা কারণ মনে করা হচ্ছে, তিনি বলেছেন, 'ভালো অবস্থায় আছে এমন খেলোয়াড়দের দিকে আমাদের নজর দিতে হবে।'
৩১ বছর বয়েসী এই গোলরক্ষক বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচের সময় দলে যোগ দিয়েছিলেন। রিয়াল কোচ কার্লো আনচেলেত্তি বলেছেন, তিনি আশা করছেন রোববার কাদিজের বিপক্ষে লা লিগার ম্যাচে কোর্তুয়া ফিরতে পারবেন।
Comments