গরমে পূবাইলে বেঁকে গেছে রেললাইন

অতিরিক্ত গরমে আজ গাজীপুরের পূবাইলে রেললাইন বেঁকে যায়। ছবি: সংগৃহীত

অতিরিক্ত তাপমাত্রায় ঢাকা-নরসিংদী রুটের পূবাইলে রেললাইন বেঁকে গেছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পুবাইল আড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলস্টেশনের রেল পুলিশের ইনচার্জ ছোটন শর্মা টঙ্গী জংশন স্টেশন মাস্টার রাকিবুর রহমানের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রায় পূবাইল আড়িখোলা এলাকায় একাধিক স্থানে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

রেললাইন মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago