কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১২
কক্সবাজার জেলার ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন-চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম ও একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া। তারা চোখের চিকিৎসা করাতে কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে এসেছিলেন।
নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের চিকিৎসা সহায়ক কর্মকর্তা নেছার আহমদ ডেইলি স্টারকে বলেন, 'বাঁশখালীর ২৬ রোগী চোখের চিকিৎসা শেষে সোমবার দুপুরে বাড়ির উদ্দেশে রওনা হন। শুনেছি পথে ঈদগাঁও এলাকায় তাদের কেউ দুর্ঘটনার শিকার হয়েছেন।'
জানতে চাইলে ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, 'দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশও ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।'
Comments