ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত: ৩ কর্মী চাকরিচ্যুত

নিহত মাহিন আহমেদ। ছবি: সংগৃহীত

একটি ময়লার ট্রাকের চাপায় শিক্ষার্থী মাহিন আহমেদ নিহতের ঘটনায় তিনকর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ সোমবার ডিএসসিসির মুখপাত্র আবু নাছের দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, নিজ নামে বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোর অপরাধে ডিএসসিসির ভারী গাড়ির চালক মো. কামাল এবং দুই পরিচ্ছন্নকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী বাবুকে চাকরিচ্যুত করা হয়েছে।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা দুটি ভিন্ন দপ্তর আদেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়।

২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার মদিনাবাগ এলাকায় নিজের বাসার কাছে ডিএসসিসির একটি ময়লার ট্রাকের চাপায় নিহত হয় ১৩ বছরের মাহিন। সে মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

Comments