দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হেরে বাবর বলছেন, ‘সব ঠিক হয়ে যাবে’

পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতলেও পরের দুটি জিতে নিউজিল্যান্ডই এগিয়ে গেছে সিরিজে। শেষ ম্যাচ পাকিস্তান জিতলেও সিরিজ শেষ হবে সমতায়।

ম্যাচ জিততে শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিলো ১৮ রানের। উসামা মীর, ইমাদ ওয়াসিম চেষ্টা করলেও সমীকরণ মেলাতে পারেননি। পাকিস্তানে হেরে যায় ৪ রানে। এই হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতার আশাও মিইয়ে গেছে তাদের।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতলেও পরের দুটি জিতে নিউজিল্যান্ডই এগিয়ে গেছে সিরিজে। শেষ ম্যাচ পাকিস্তান জিতলেও সিরিজ শেষ হবে সমতায়। এবার আইপিএলের কারণে সেরা ১০ তারকাকে ছাড়া পাকিস্তান সফর করছে নিউজিল্যান্ড দল। অনভিজ্ঞ দল নিয়েও তাই তাদের জিতে যাওয়া পাকিস্তানকে বিব্রত করতে যথেষ্ট।

এদিন আগে বোলিং বেছেও ভালো শুরু পায়নি পাকিস্তান। টম রবিনসন, টম ব্ল্যান্ডেলের ব্যাটে উড়ন্ত শুরুর পরও কিউইরা অবশ্য করতে পারে ১৭৮ রান।

ওই রান তাড়ায় ৭৯ রানে ৪ উইকেট হারানোর পর ফখর জামানের ব্যাটে (৪৫ বলে ৬১) ঘুরে দাঁড়িয়েছিলো স্বাগতিক। কিন্তু তীরে এসে তরি ভেড়ানোর আগে আউট হন ফখর। এলোমেলো হয়ে যায় তাদের রান তাড়ার বাকি পথ।

ম্যাচ হারের পর অধিনায়ক বাবর আজম পরোক্ষভাবে ব্যাটিংকেই দায়ী করছেন, 'তারা খুব ভালো শুরু করেছিলো কিন্তু আমাদের বোলাররা দারুণভাবে ফিরে আসে। ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে আমরা বেশি উইকেট হারিয়েছি। ফখর দারুণ খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাড়া করতে পারিনি।এটা ১৯০ রানের উইকেট ছিলো। তাদের আমরা তাই নাগালের মধ্যেই আটকে রেখেছিলাম।'

এদিন খেলেননি মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি। বাবর বললেন চোটে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বেঞ্চ ঝালাই করতে চেয়েছেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থিতু হবে দল, 'আমরা চোটের কারণে কিছু বদল করেছি। আমাদের পরিকল্পনা ছিলো বেঞ্চের শক্তি দেখা। আমরা প্রতিদিন নতুন কিছু ও ভিন্ন কিছু করছি। আশা করছি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব থিতু হয়ে যাবে।'

Comments

The Daily Star  | English
battery-run rickshaws in Dhaka

Banning rickshaws may not be the big traffic solution

Dhaka’s traffic is a complicated problem that needs multifaceted efforts to combat it.

1h ago