সিনেমা থেকে বিরতির কারণ জানালেন ইলিয়ানা ডি’ক্রুজ

ইলিয়ানা ডি’ক্রুজ, বলিউড,
ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে সিনেমার বাইরে ছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। ২০১৯ সালের 'পাগলপান্তি' সিনেমার পর তাকে কোনো সিনেমাতে দেখা যায়নি। অবশ্য এ সময়ে ওটিটিতে কাজ করেছিলেন এই বলিউড কুইন। তবে এ বছর 'তেরা কেয়া হোগা লাভলি' ও সম্প্রতি মুক্তি পাওয়া 'দো অর দো পেয়ার' সিনেমা দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী।

কিন্তু কেন দীর্ঘ বিরতিতে ছিলেন ইলিয়ানা, তা নিয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী। কীভাবে তিনি কঠিন সময়ের সঙ্গে লড়াই করেছেন সেই গল্প বলেছেন ভক্তদের জন্য।

বিরতির কারণ নিয়ে যা বলেছেন ইলিয়ানা ডি'ক্রুজ

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ইলিয়ানা ডি'ক্রুজ সিনেমা থেকে বিরতির কারণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, এটি কোনো পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল না। তবে তিনি সবসময় বেছে বেছে কাজ করেন। কিন্তু সেখানেও যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনার সময়ের লকডাউন। তাই তাকে কাজ থেকে হোঁচট খেতে হয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

ইলিয়ানা ডিক্রুজ, বলিউড,
ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি: সংগৃহীত

ইলিয়ানা ডি'ক্রুজের ভাষ্য, 'অবশ্যই, কেউ যখন কাজ করে যতটা সম্ভব বেশি কাজ করতে চান। তবে কেউ কেউ খুব বাছাই করে কাজ করেন। আমিও খুব বেছে কাজ করি। তবে আমার সঙ্গে যা ঘটার তা ঘটেছে ২০২০ সালে। আমার সিনেমা 'তেরা কেয়া হোগা লাভলি' তখন শুটিং হয়েছিল, কিন্তু সেই সময় করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল। এমনকি 'দো অর দো পেয়ার' সিনেমাও ২০২১ সালে শুটিং করা হয়েছিল, তবে এখন মুক্তি পেয়েছে। তাই আমার সবকিছু পিছিয়ে গেছে।'

অবশ্য ইলিয়ানা ডি'ক্রুজ দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরলেও এই সময়ের মধ্যে তিনি ওটিটিতে কিছু কাজ করেছেন। ২০২১ সালে ওয়েবফিল্ম 'দ্য বিগ বুল' এ অভিষেক বচ্চনের সঙ্গে তাকে দেখা গিয়েছিল। ওটিটির কাজ নিয়ে বিস্তারিত বলতে গিয়ে তিনি জানান, ২০২২ সালে একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছিলেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরে বিরতি নিতে হয় তাকে।

তিনি বলেন, 'এরপর বেশিরভাগ সময় আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আমার সন্তান হলো। সুতরাং এখন আমার প্রথম পছন্দ সন্তান। আমি কখনোই এখন আমি বাড়ি থেকে দূরে থাকতে চাইব না। আমি মনে করি, এখন আমার জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো আমার সন্তানের সঙ্গে থাকা। কিন্তু আমি আগে কখনো কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিইনি। এখন আমার যে সিনেমা এসেছে সেটি নিয়ে মানুষ প্রশংসা করছে, এটাই আমার জন্য আনন্দের।'

ইলিয়ানা ডিক্রুজ, বলিউড,
ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি: সংগৃহীত

ইলিয়ানা ডি'ক্রুজের কঠিন সময়

একই সাক্ষাৎকারে ইলিয়ানা 'দো অর দো পেয়ার' সিনেমাতে তার চরিত্র নোরার জন্য শারীরিক পরিবর্তন না করা নিয়ে কথা বলেছেন। এই অভিনেত্রী বলেন, তিনি সিনেমাটি করতে রাজি হয়েছিলেন, কারণ চরিত্র নিয়ে পরিচালক তাকে স্লিম ফিট হতে বলেননি।

ইলিয়ানার ভাষ্য, 'সত্যি বলতে, যখন আমাকে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছিলাম। রাজি হওয়ার পর আমি পরিচালকের সঙ্গে কথা বলি। আমি তাকে বিশেষভাবে বলেছিলাম, এই মুহূর্তে আমি ফিটেস্ট নই। এই মুহূর্তে আমি স্লিম কোনো অভিনেত্রী নই। তাই আমাকে কোনো নির্দিষ্ট অবতারে দেখতে বা স্লিম ফিট দেখতে চাইলে আমি সিনেমাটি করব না।'

'আমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কারণ আমার মনে হতো, আমার ওজন অনেক বেড়ে গেছে। আমার সবসময় মনে হতো, আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।'

ইলিয়ানা ডিক্রুজ, বলিউড,
ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি: সংগৃহীত

তিনি ওই চরিত্রে কাজ করেছিলেন কারণ পরিচালক তাকে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। ইলিয়ানা বলেন, 'আমি তাদের বলেছিলাম, আমি এভাবেই অভিনয় করতে চাই। কোনোভাবেই ফ্যাট ডায়েট বা ওজন কমানো বা অন্য কিছু করতে পারব না। তারাও আমার দাবির সঙ্গে কোনো আপত্তি করেননি।'

'দো অর দো পেয়ার' সিনেমা

শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত 'দো অর দো পেয়ার' একটি রোমান্টিক কমেডি সিনেমা। ইলিয়ানা ছাড়াও এই সিনেমাতে আছেন- বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেন্ধিল রামমূর্তি। সিনেমাটি এ বছরের ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Comments

The Daily Star  | English

Managing expectations the challenge for EC

The EC was a rubber stamp to legalise AL's usurpation of power in last three elections

4h ago