চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি সোনাসহ আটক ৩

অবৈভভাবে কাপড়ের মধ্যে পেস্টিং করে আনা হয় ২৪ ক্যারেটের এই তরল সোনা, যা তাপ দিয়ে সলিড করা হচ্ছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ তিন যাত্রীকে আটক করা হয়েছে।

আজ সোমবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইআইডি) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন—কক্সবাজারের মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়ার মো. নাজমুল হক ও চট্টগ্রামের সন্দ্বীপের আনোয়ার মোহাম্মদ শাহ।

সোনা উদ্ধার ও তিনজনকে আটকের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।

তিনি জানান, ভোর ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন তিনজন। কাপড় ও কম্বলে করে তারা এক কেজির বেশি ওজনের সোনা নিয়ে আসেন। তাদের সন্দেহজনক গতিবিধির কারণে এনএসআই ও সিআইআইডির সদস্যরা তাদের আটক করে।

আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

1h ago