লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকা লজ্জাজনক: জাভি

Xavi Hernandez

রিয়াল মাদ্রিদের কাছে হার একদম মানতে পারছেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তার মতে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন তারা। স্প্যানিশ লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকার তীব্র সমালোচনা করেন তিনি।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের কাছে ৩-২ গোলে হারে বার্সেলোনা। আন্দ্রে ক্রিস্টিয়ানসেনের গোলে ৬ মিনিটে বার্সেলোনা এগিয়ে গেলেও ১৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি গোলে সমতায় আসে রিয়াল। ৬৯ মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। তবে ৭৩ লুকাস ভাসকুয়েজ ও যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের গোলে দারুণ জয় পায় রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার আপত্তি ম্যাচের ২৮ মিনিটের একটি ঘটনা নিয়ে। তখন ১-১ সমতায় ছিলো খেলা। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে লামিনে ইয়ামালের শট গোলের দিকে যাচ্ছিলো। রিয়াল গোলরক্ষক লুনিন কোনরকমে তা আটকে দেন। তবে বল পুরোপুরি লাইন অতিক্রম করেছিলো কিনা তা পরিষ্কার হওয়া যায়নি। ভিআর পরীক্ষার পর রেফারি গোল দেননি। গোল লাইন প্রযুক্তি না থাকায় পরিষ্কার হওয়া যায়নি পুরোটা।  

বার্সেলোনা কোচের দাবি এটি গোল ছিলো। আর এজন্য গোল লাইন প্রযুক্তি না থাকার দায় দেন তিনি, 'এটা লজ্জাজনক। আমরা যদি বিশ্বের সেরা লিগ হতে চাই তাহলে এই প্রযুক্তি থাকতে হবে।' 

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল লা লিগাতেই নেই গোল লাইন প্রযুক্তি। আর এতে বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন কোচের সঙ্গে মেলান কণ্ঠ, 'ফুটবলের জন্য এটা লজ্জাজনক। আমার আর বলার শব্দ নাই।'

'দুনিয়ায় এত টাকা আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য টাকা নেই।'

জাভির মতে পুরো ম্যাচজুড়ে বার্সেলোনা যেভাবে খেলেছে জয়টা তাদের পাওনা ছিলো,  'আমরা খুব ভালো করেছি। আমার মনে হয় জয়টা আমাদের প্রাপ্য ছিলো।'

এই ম্যাচের পর প্রতিপক্ষ থেকে টেবিলে ১১ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। জাভিও মনে করছেন, শিরোপা জেতার কাজ অনেকটা করেই ফেলেছে রিয়াল মাদ্রিদ,  'তাদের দুর্দান্ত মৌসুম গিয়েছে, স্রেফ এক ম্যাচ হেরেছে। ইতোমধ্যে কাজটা শেষ করে ফেলেছে।'

এই ম্যাচ জিতে বেশ গর্বিত রিয়াল কোচ কার্লো আনচেলেত্তি,  'আমি খুব গর্বিত। এখন আমরা লিগের শেষ অংশের জন্য প্রস্তুত হবো। আমরা খুব ভালো অবস্থায় আছি।'

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor compares Ziaul Ahsan to the Butcher of Bosnia

“Did he buy surveillance tools with his own money?" asks Ziaul Ahsan's sister

1h ago