জলীয় বাষ্প বাড়াবে গরমের তীব্রতা, আজও বৃষ্টি-বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা

জলীয় বাষ্প বাড়াবে গরমের তীব্রতা, আজও বৃষ্টি-বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা
স্টার ফাইল ফটো | ছবি: এমরান হোসেন/স্টার

ঢাকায় মঙ্গলবার সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী অন্তত দুই দিন গরম বেশি অনুভূত হবে এবং অস্বস্তি বাড়বে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাতাসের দিক কিছুটা বদলে গেছে। এখন দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে বাতাস আসছে। যে কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে।'

অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয়টি জেলায় তীব্র ও ৪২টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর মধ্যে রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া, মৌলভীবাজার, রাজশাহী বিভাগের সাত জেলা ও খুলনা বিভাগের সাত জেলা এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

তবে প্রায় সারা দেশেই দুএক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে অধিদপ্তর।

কবির আরও বলেন, 'মূলত দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।'

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

48m ago