জাভির চলে যাওয়ার ঘোষণাতেই জ্বলে উঠেছে বার্সা
দুঃসময়ে বার্সেলোনার হাল ধরেছিলেন জাভি হার্নান্দেজ। প্রথম মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী না কাটলেও গত মৌসুমে দারুণ খেলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে দলটি। তবে চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে আবার খেই হারায় দলটি। তখনই কোচের পদ থেকে স্বরে দাঁড়ানোর ঘোষণা দেন জাভি। তার এই ঘোষণা দলকে উজ্জীবিত করতে টনিকের মতো কাজ করেছে বলে মনে করেন তিনি।
তবে মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছিল বার্সা। এরপর একের পর এক ইনজুরিতে দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারায় তারা। তাতে মাঝে সময়টা বেশ বাজে কাটছিল বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ বিধ্বস্ত হওয়ার পর অ্যাথলেতিক বিলবাওর কাছে ৪-২ গোলে হেরে কোপা দে রে থেকেও বিদায় নেয় দলটি।তখন প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন জাভি।
তবে বার্সার দুঃসময় তাতেও শেষ হয়নি। এরপর লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের কাছে ৩-৫ গোলের ব্যবধানে হারে বার্সা। সেই হারের পর কোচ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাভি। মৌসুম শেষেই বার্সা ছেড়ে চলে যাবেন তিনি। এরপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত কাতালানরা।
এর মাঝে অবশ্য গ্রানাদা ও বিলবাওর সঙ্গে ড্র করে লা লিগার শিরোপা ধরে রাখা কঠিন করে ফেলেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলছে দলটি। দ্বিতীয় রাউন্ডে নাপোলিকে হারানোর পর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছে দলটি। ফলে আরও একটি সেমির স্বপ্ন দেখছে তারা।
দলের এমন পারফরম্যান্সের জন্য জাভির সেই ঘোষণা দারুণ প্রভাব ফেলেছে জানিয়ে জাভি বললেন, 'জনসম্মুখে ওই সিদ্ধান্ত জানানোর পর থেকে, ক্লাবের আবহ এবং গণমাধ্যম থেকে যা কিছু বলা হতো, তা অনেকটাই শান্ত হয়েছে। যখন কোনো কিছুর মেয়াদ শেষের দিন উল্লেখ থাকে, তখন সেটা কাজে দেয়। এখন আমরা যেখানে আছি, সিদ্ধান্তটি নেওয়ার সময়ই আমি এ বিষয়ে একপ্রকার নিশ্চিত ছিলাম। তখন ক্লাবের প্রেসিডেন্টকে আমি এটাই বলেছিলাম।'
মূলত ক্লাবের ভালো জন্যই বার্সা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান এই কোচ, 'ক্লাবের ভালোর জন্যই আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম। যদি সিদ্ধান্তটি না নিতাম, তাহলে একটা বিপর্যয় হয়ে যেত। সঠিক সিদ্ধান্ত ছিল। ক্লাবে যে শান্ত ভাব এসেছে, সেই কারণেই আমরা এই অবস্থায় আসতে পেরেছি। এটা ছাড়া যা খুব কঠিন হতো।'
Comments