জরিমানা থেকে বাঁচলেন নেইমার
রিও ডি জেনিরোতে নতুন বাড়ি বানিয়েছেন নেইমার। তবে পরিবেশবিষয়ক লাইসেন্স ছাড়াই বাড়িতে লেক বানানোর জন্য ৩০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল তাকে। তবে সেই জরিমানা দিতে হচ্ছে না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। জরিমানা থেকে তাকে মুক্তি দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার নেইমারকে জরিমানা দিতে হবে না জানিয়ে আদেশ জারি করে আদালত। গতকালই আদালতের রুল হাতে পেয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। নিজের বাড়িতে প্রকল্পের জন্য পরিবেশবিষয়ক কোনো লাইসেন্সের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো।
মূলত পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে নেইমার কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন বলে অভিযোগ করে মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। এই প্রকল্পের জন্য স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে বলেও তাদের অভিযোগ। যে কারণে জরিমানার পাশাপাশি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল তারা।
রিও ডি জেনিরো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পর্যটন শহর নামে খ্যাত মানগারাতিবারে নিজের ম্যানশনে একটি কৃত্রিম হ্রদ নির্মাণ করেন নেইমার। ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের এই ম্যানশন কিনেছিলেন আল হিলাল ফরোয়ার্ড। যেখানে হেলিপোর্ট, স্পা এবং জিমনেশিয়ামও রয়েছে।
Comments