মেসিদের হারাবেন জানতেন মন্টেরে কোচ

ঘরের মাঠে প্রথম লেগে হারের পরই কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল ইন্টার মায়ামি। তবুও লিওনেল মেসিকে পেয়ে কিছুটা উজ্জীবিত ছিল দলটি। মেক্সিকোতে দারুণ কিছু করার প্রত্যাশায় ছিল তারা। কিন্তু এমন কিছুই হয়নি। ফের হেরে গেছে মায়ামি। এবারও তাদের হারাবেন তাতে আগেই নিশ্চিত ছিলেন মন্টেরে কোচ ফার্নান্দো ওর্তিজ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মায়ামিকে ৩-১ গোলে হারায় মন্টেরে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় সেমি ফাইনালে পা রাখল মেক্সিকোর ক্লাবটি।

এই ম্যাচ নিয়ে অনেক উত্তেজনায় ছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে। প্রথম লেগ শেষে অসন্তুষ্টি নিয়ে মাঠ ছেড়েছিল মায়ামির খেলোয়াড়রা। সেই ম্যাচে না খেললেও রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন মেসি। পরে মেসি ও মায়ামি কোচ জেরার্দো মার্তিনোকে উদ্দেশ্য করে অপমানসূচক মন্তব্য করেছিলেন ওর্তিজের সহকারী নিকো সানচেজ।

এদিনও উত্তেজনা টের পাওয়া গেছে পুরো ম্যাচেই। ৫৪ হাজার দর্শক ধরণ ক্ষমতার বিবিভিএ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ৩১তম মিনিটেই তাদের উল্লাসে ভাসান ব্র্যান্ডন ভাসকেস। আর দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মধ্যে জার্মান বার্তিরামে ও জেসুস গালার্দোর গোলে বিদায় নিশ্চিত হয়ে যায় মায়ামির। শেষ দিকে কেবল ব্যবধান কমান দিয়াগো গোমেজ।

তবে ম্যাচে মেসিকে বিরক্ত করা তাদের উদ্দেশ্য ছিল না জানিয়ে মন্টেরে কোচ বলেন, 'আমি বলেছিলাম যে আমরা তাদের হারাতে যাচ্ছি। মায়ামির প্রতি সম্মানের অভাবের জন্য নয়, কারণ আমি জানতাম যে আমার খেলোয়াড়রা করবে। বুঝতে হবে কি করা দরকার। আমার কাছে, লিও সর্বকালের সেরা খেলোয়াড়, আমি কাউকে বিরক্ত করতে চাইনি, আমি কেবল একটি সৎ মতামত দিয়েছি।'

'একজন কোচ হিসাবে, একটি দুর্দান্ত দলকে বিদায় করতে পেরে আমি খুশি। জেরার্দো (মার্তিনো) ও লিও একজন দুর্দান্ত কোচ ও খেলোয়াড়, যারা বিশ্বব্যাপী স্বীকৃত। সিরিজ জয়ে আমরা তৃপ্তি পেয়েছি, তবে আমরা টাইগ্রেসের কথা ভাবছি,' যোগ করেন মন্টেরে কোচ।

Comments

The Daily Star  | English

ICT act won’t have provisions for punishment of political parties

Says law adviser; provision of death sentence to remain

1h ago