অরিত্রীর মৃত্যু: ভিকারুননিসার সাবেক ২ শিক্ষকের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ ৪ বার পেছাল

অরিত্রী অধিকারী। ছবি: সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে দায়ের করা মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক দুই শিক্ষকের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ চতুর্থবারের মতো পিছিয়ে আগামী ৩ জুন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার নতুন তারিখ ধার্য করেন ঢাকার দ্বাদশ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন।

আদালত সূত্র জানায়, রায় প্রস্তুত না হওয়ায় নতুন এই তারিখ ধার্য করা হয়।

ওই দুই শিক্ষক হলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাত শাখার সাবেক শিফট-ইন-চার্জ জিনাত আখতার।

এর আগে একই কারণে আরও তিন বার রায় ঘোষণার তারিখ পেছানো হয়।

আজ শুনানির সময় বর্তমানে জামিনে থাকা দুই অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে আদালত মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

২০১৮ সালের ৩ ডিসেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষক নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রীর বাবা-মাকে অপমান করার অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পর রাজধানীর শান্তিনগরে নিজ বাসার সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পরদিন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে পল্টন থানায় একটি মামলা করেন।

২০১৯ সালের ২৮ মার্চ নাজনীন ফেরদৌস ও জিনাত আখতারের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী কামরুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Container service links Ctg to Karachi

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

48m ago