বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা

বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত
বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে। এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন তারকা শিল্পী।

বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত
বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত

তিন দিনের এই আয়োজনে নাচবেন দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও শোবিজ অঙ্গনের তারকারা।

সাবরিনা সাফি নিসার উপস্থাপনায় ঈদের প্রথম দিন নাচবেন মেহজাবীন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দীঘি, আঁচল, তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী। প্রচারিত হবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়।

বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত
বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা।

ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে তাহমিনা সুলতানা মৌয়ের উপস্থাপনায় নৃত্যশিল্পী মুনমুন ও তাঁর দল, কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তাঁর দল, মোকাম্মেল হোসেন রিপনের দল ও এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশনা।

বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত
বিটিভির ৩ দিনের ঈদ আয়োজনে নাচবেন মেহজাবীন, দীঘি, সাবা। ছবি: সংগৃহীত

 

Comments

The Daily Star  | English

Bangladeshi card spending falls in India, rises in Thailand, Singapore

Credit card spending by Bangladeshi citizens in India has plummeted in recent months while it is rising in Thailand and Singapore, according to central bank data.

9h ago