ব্যাংক, রাজস্ব আয়-ব্যয় নিয়ে কমিশন গঠনের চিন্তা

সংস্কার কমিশন

সরকার ব্যাংকিং খাত সংস্কার কমিশন, রাজস্ব সংস্কার কমিশন ও সরকারি ব্যয় সংস্কার কমিশন গঠনের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গতকাল রোববার তিনি বলেন, 'এ নিয়ে আলোচনা চলছে।'

সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনায় মাহমুদ আলী এ কথা বলেন।

তবে ঠিক কবে নাগাদ কমিশন গঠন করা হবে তা তিনি তাৎক্ষণিকভাবে বলেননি।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, খেলাপি ঋণ কমিয়ে আনা ও রাজস্ব খাতের সংস্কারের জন্য কঠোর উদ্যোগ নেওয়ার কথা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন। বাংলাদেশ বিশ্বের সর্বনিম্ন কর-জিডিপি অনুপাতের দেশগুলোর একটি।

করদাতাদের টাকা যৌক্তিকভাবে ব্যবহারের দাবিও জানাচ্ছেন তারা।

অর্থনীতি কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে—এমন গুজব উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, 'বিরোধী দলগুলো বলত যে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অর্থনীতিতে অস্থিরতা দেখা দেবে। কিন্তু, বাস্তবে তা হয়নি।'

তার মতে, নানান চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও দেশের অর্থনীতি সঠিক পথে আছে।

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তার দাবি, 'দেশ ভালো করছে এবং স্থানীয় বাজারে নিত্যপণ্য পাওয়া যাচ্ছে।'

'মূল্যস্ফীতি এখন স্থিতিশীল অবস্থায় আছে' দাবি করে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, 'এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে আনা।'

ফেব্রুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি ১৯ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৬৭ শতাংশে দাঁড়ায়। গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি নয় শতাংশের ওপরে আছে।

বাহ্যিক ও অভ্যন্তরীণ কারণে আগের অর্থবছরে ভোক্তা মূল্য সূচক ১২ বছরের সর্বোচ্চ নয় দশমিক শূন্য দুই শতাংশে পৌঁছেছে।

অর্থসচিব আরও বলেন, 'বাংলাদেশ কৃচ্ছ্রসাধনের উদ্যোগ মেনে চলছে এবং আগামী বাজেটও একই নীতিমালার আলোকে প্রস্তুত করা হবে।'

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনের বিষয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মন্তব্য করতে রাজি হননি।

মার্কিন সরকারের প্রধান বাণিজ্য আলোচক সংস্থার প্রতিবেদনে দুর্নীতি ও ঘুষকে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের প্রধান বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

41m ago