মালয়েশিয়ার জোহর রাজ্যে ৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় আটক
পাসপোর্ট ও কাজের অনুমতি না থাকায় মালয়েশিয়ায় পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে পাঁচ বাংলাদেশিসহ ৩৮ 'অবৈধ' অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

গত সোম ও মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় অভিযানে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে আছেন ১৭ ইন্দোনেশীয়, পাঁচ পাকিস্তানি, দুই ভারতীয় ও নয় মিয়ানমারের নাগরিক।

যাদের আটক করা হয়েছে তাদের পাসপোর্ট ও কাজের অনুমতি ছিল না।

গতকাল বুধবার অভিবাসন পরিচালক বাহারউদ্দিন তাহির সাংবাদিকদের বলেন, 'আটক অবৈধ অভিবাসীদের বয়স ২১ থেকে ৫৮ বছর। তাদেরকে রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং ও সেগামত জেলা থেকে আটক করা হয়েছে।'

আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী তদন্ত চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh foreign adviser visit to China 2025

Foreign adviser’s China tour: 10 extra years for repaying Chinese loans

Beijing has assured Dhaka it will look into the request to lower the interest rate to ease Bangladesh’s foreign debt repayment pressure

10h ago