গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৫ জনের ৩ জন এক পরিবারের

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫ জনের পরিচয় পাওয়া গেছে। 

দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন ও মাইক্রোবাস চালকসহ মোট ৫ জন নিহত হন। 

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ছাগলছিরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নোমান দ্য ডেইলি স্টারকে নিহতদের পরিচয় জানিয়েছেন।

তিনি জানান, বাস ও মাইক্রোবাস দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকার আব্দুল হামিদের তিন মেয়ে নিহত হয়েছেন।

তারা হলেন-নাসিমা (৬৮), সালমা (৫৫) ও আসমা (৪৫)। 

অপর দুজন তাদের সহযাত্রী ঢাকার মিরপুরের পল্লবী এলাকার আনজু মনোয়ারা (৭০) এবং মাইক্রোবাস চালক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলমগীর। 

উপপরিদর্শক নোমান বলেন, 'গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল আর দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ঢাকা থেকে মাদারীপুর যাচ্ছিল। ছাগলছিরা বাসস্ট্যান্ড এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।'

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৫ যাত্রী মারা যান বলে জানান তিনি। 

এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে  চিকিৎসার জন্য রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

নিহতদের মরদেহ আজ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানায়, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

7h ago