চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট কাল

জয় বাংলা কনসার্ট
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে গত কয়েক বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট।

প্রতি বছর ৭ মার্চ ঢাকায় এই কনসার্ট অনুষ্ঠিত হলেও এবার এই আয়োজন ঢাকার বদলে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হতে যাচ্ছে।

দুপুর ১২টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। এই কনসার্টে এইবার গান গাইবে আলোচিত ৯ ব্যান্ড আর্টসেল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, চিরকুট, মেঘদল, এভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।

২০১৫ সালে ঢাকায় প্রথমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করা হয়। এরপর প্রতি বছর ধারাবাহিকভাবে এই আয়োজন হয়ে আসছে। তবে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে কনসার্টের আয়োজন হয়নি। দুই বছর বিরতির পর গত বছর আবার এই কনসার্ট শুরু হয়।

Comments

The Daily Star  | English

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

43m ago