রাশিয়া থেকে ইরানের গবেষণা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ইরানের স্যাটেলাইট
রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর প্রদেশের ভস্তোচনি কসমোদ্রোম উৎক্ষেপণকেন্দ্র থেকে সয়ুজ রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হচ্ছে ইরানের স্যাটেলাইট। ২৯ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: রয়টার্স

রাশিয়ার থেকে ইরানের গবেষণা স্যাটেলাইট 'পারস ওয়ান' পাঠানো হয়েছে। এর মাধ্যমে ৫০০ কিলোমিটার ওপর থেকে উপসাগরীয় দেশটির ভূ-তাত্ত্বিক জরিপ করা হবে।

আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর প্রদেশের ভস্তোচনি কসমোদ্রোম উৎক্ষেপণকেন্দ্র থেকে সয়ুজ রকেটের মাধ্যমে ১৩৪ কেজি ওজনের স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়।

ইরানের দাবি, স্যাটেলাইটটির তিন ক্যামেরা দিয়ে ইরানের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হবে।

ইরানের তথ্য ও যোগাযোগমন্ত্রী ইসা যারিপুর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, 'আমাদের নিজেদের উৎক্ষেপণকেন্দ্র থেকে এত উঁচুতে সঠিকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব না। তাই আমরা রাশিয়ার উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করেছি।'

গত ২০২২ সালে কাজাখস্তানের বাইকোনুর উৎক্ষেপণকেন্দ্র থেকে রাশিয়ার সহায়তায় ইরানের খৈয়াম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিফলিত হয়।

Comments

The Daily Star  | English
Nahid Islam criticizes bnp

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

1h ago