শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

বিপ্লব রহমান। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীর দহেরপাড়ে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত বিপ্লব রহমান (১৬) জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে।

বিপ্লব শ্রীবরদীর দহেরপাড়ে নানার বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খাঁন সিদ্দিক জানান, বিপ্লবের সঙ্গে চরশিমুলচুরা এলাকার আরিফ হোসেন ও তার সঙ্গীদের কথা কাটাকাটি হয়। ওয়াজ শুনে নানার বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে বিপ্লব মারা যায়।

'এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আরিফসহ তিনজনকে আটক করা হয়েছে,' বলেন ওসি।

Comments