কালিয়াকৈরে ট্রাকচাপায় ৩ অটোরিকশা যাত্রী নিহত, আহত ২

সড়ক দুর্ঘচনা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে ট্রাকচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।

নিহতারা হলেন—হাছেন আলীর ছেলে সৈকত (৩৫), আব্বাসের ছেলে জাহিদুল ইসলাম (৩৭) ও ইয়াকুব আলীর ছেলে মোকবিল (৬৫)।

আহতরা হলেন আব্বাস (৬৫) ও মনসুর মিয়ার ছেলে রমজান (৫০)।

আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে কালিয়াকৈর শিলা বৃষ্টি পেট্রলপাম্পের পাশে স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানান, ভোরে ওই এলাকার মাটিকাটা শ্রমিকেরা অটোরিকশায় কাজে যাচ্ছিলেন। সে সময় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার সোহরাব হোসেন ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ উদ্ধারের সময় কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে ছিলেন।'

ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago