বাবা, ভাইসহ ১২ জনকে হত্যার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত

ইরান
কালাশনিকভ (একে ৪৭) রাইফেলের আধুনিক সংস্করণ আমদানি করেছে ইরান। ছবি: সংগৃহীত
কালাশনিকভ (একে ৪৭) রাইফেলের আধুনিক সংস্করণ আমদানি করেছে ইরান। ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের এক ৩০ বছর বয়সী যুবক তার ১২ জন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হত্যার পর নিরাপত্তা কর্মীদের গুলিতে তিনি নিজেও নিহত হন।

আজ রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

কেরমান প্রদেশের প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদি বলেন, 'ফারিয়াব শহরে এক ৩০ বছর বয়সী ব্যক্তি পারিবারিক কোন্দলের জেরে তার নিজের বাবা ও ভাইসহ পরিবারের মোট ১২ জন সদস্যকে কালাশনিকভ রাইফেলের গুলিতে হত্যা করেছেন।'

আইআরএনএ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে গেলে তিনি তাদের ওপর গুলি ছোড়েন। এ সময় পালটা হামলায় তিনি নিহত হন। 

ইরানে এ ধরনের বন্দুকহামলার ঘটনা খুবই বিরল। দেশটিতে নাগরিকরা শুধু শিকারে ব্যবহৃত হান্টিং রাইফেল রাখার অনুমতি পায়। 

জানুয়ারিতে সেনাবাহিনীর এক রিজার্ভ সেনা একই প্রদেশের সামরিক ঘাঁটির অভ্যন্তরে নির্বিচারে বন্দুক হামলা চালালে অন্তত পাঁচ সেনা নিহত হন।

Comments