চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ctg_map_ds
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর জান আলী হাট স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ষোলশহর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলি উদ্দিন জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। তার পরিচয় জানা যায়নি।

এএসআই বলেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এই স্টেশনের একজন পয়েন্টম্যান ডেইলি স্টারকে জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি তিন মাস ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

'আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে', বলেন এএসআই।
 

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

Journalists' accreditation cards also cancelled until further notice

1h ago