এখনও বিশ্বাস হচ্ছে না রুবেল ভাই নেই: জয়া আহসান

জয়া আহসান
জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার শো আজ বুধবার। প্রিমিয়ার শো শুরু হওয়ার এক ঘন্টা আগে প্রেক্ষাগৃহে এসে উপস্থিত হন জয়া আহসান। এক এক করে আসেন অনেকেই। হঠাৎ আসে দু:সংবাদ, অভিনেতা আহমেদ রুবেল আর নেই।

সহশিল্পীর মৃত্যু সংবাদ শুনে প্রিমিয়ার শো দেখতে আসা সবাই হতবাক হয়ে পড়েন। কাঁদতে শুরু করেন অনেকে।

জয়া আহসান বলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না রুবেল ভাই নেই। আমি বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ তাকে না দেখব ততক্ষণ বিশ্বাস করব না।'

তিনি আরও বলেন, 'আজ ছিল আনন্দের দিন। আজ পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার শো। সবাই মিলে এটি দেখতে চেয়েছিলাম। রুবেল ভাইও এসেছিলেন, কিন্তু পারলেন না। অসময়ে চলে গেলেন।'

জয়া আহসান বলেন, 'আমি মনে করি আমরা শিল্পীরা কর্মের মধ্যে বেঁচে থাকি। সব মানুষই কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমি বিশ্বাস করি, রুবেল ভাইয়ের মতো মেধাবী অভিনেতা বেঁচে থাকবেন কর্মের মধ্য দিয়ে।'

এক প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, 'শোক কাটিয়ে সিনেমাটি চলুক। তিনি হয়তো দূর থেকে দেখবেন। তার জন্য গভীর ভালোবাসা। তার প্রতি আমার শ্রদ্ধা। তার সঙ্গে একাধিক সিনেমা করেছি। অসম্ভব গুণী শিল্পী তিনি।'

স্টার সিনেপ্লেক্সে কথা বলতে বলতে এক পর্যায়ে চোখের পানি ফেলেন দুই বাংলার নন্দিত এই অভিনয়শিল্পী।

তারপর বলেন, 'এভাবে রুবেল ভাই বিদায় নেবেন কখনো কল্পনা করিনি। কেউই বোধহয় ভাবেনি। রুবেল ভাইকে উৎসর্গ করেই আজ সিনেমাটি সবাই দেখব।'

জয়া আহসান তার বাবার মৃত্যুর কথা স্মরণ করে বলেন, 'কলকাতায় যখন প্রথম বাংলা সিনেমা করি তখন শেষ দৃশ্য করার সময় খবর পাই আমার বাবা আর নেই। তখন হাউমাউ করে কাঁদছিলাম। কী করব তাও ভাবছিলাম। তারপর কাজটি শেষ করেই দেশে ফিরেছিলাম।'

তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, 'আমরা  শিল্পীরা এমনই, কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকি। আপনার রুবেল ভাইসহ আমাদের সবার জন্য প্রার্থনা করবেন।'

 

 

Comments

The Daily Star  | English

NBR revises VAT, SD on 9 items following public outcry 

NBR said it has slashed VAT on ready-made clothes, restaurants, sweets, non-AC hotels and motor workshops and mostly restored to the previous levels

1h ago