‘দর্শক আমাকে নয়, চরিত্রটিকেই যেন মনে রাখে’

রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

পুরোপুরি সিনেমায় ব্যস্ত সময় পার করছেন রাশেদ মামুন অপু। একটা সময় প্রচুর নাটকে কাজ করলেও এখন বড় পর্দায় তাকে বেশি দেখা যাচ্ছে।

২০২৩ সালে অপু অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা 'শেষবাজি'।

তার অভিনীত 'পরাণ' সিনেমা ব্যাপক ব্যবসা সফল ও দর্শকপ্রিয় হয়েছে। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন অপু। এ ছাড়া, 'দামাল' ও 'প্রহেলিকা'য় তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।

'শেষবাজি' সিনেমা সম্পর্কে অপু বলেন, 'এই সিনেমায় ভিলেন চরিত্র করে প্রচুর প্রশংসা পেয়েছি, এখনো পাচ্ছি। আমাকে নিয়েই গল্পটা আবর্তিত হয়েছে।'

তিনি বলেন, 'সিনেমাটার গল্পটা অসাধারণ। যারা দেখেছেন নিশ্চয়ই একমত হবেন।'

আরও দুটি নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি—মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'রোখসার' এবং মিজানুর রহমান লাবু পরিচালিত 'আলতাবাণু লেন'।

'রোখসার' মুক্তিযুদ্ধের গল্পের ওপর নির্মিত হচ্ছে জানিয়ে অপু বলেন, 'এই সিনেমার গল্পটাও চমৎকার। আমার চরিত্রটিও খুব ভালো। অভিনয় করার সুযোগ পাচ্ছি। দর্শক এখানে আমাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেখবেন।'

তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম। এ জন্যই হয়তো সিনেমাটিতে কাজ করতে গিয়ে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। এই অনুভূতি প্রকাশ করতে পারব না।'

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজবাড়ীতে শুরু হতে যাচ্ছে 'আলতাবাণু লেন' সিনেমার শুটিং।

কোন ধরনের চরিত্র আপনাকে টানে? প্রশ্নের জবাবে অপু বলেন, 'অভিনয়ের সুযোগ আছে, অভিনয়কে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারব, এমন চরিত্র আমাকে টানে। চরিত্র হয়ে উঠতে চাই পর্দায়। দর্শকরা আমাকে নয়, চরিত্রটিকেই যেন মনে রাখে।'

এ পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তরুণ এই অভিনেতা। এর মধ্যে মুক্তি পেয়েছে প্রায় ২০টি। মূলত খল চরিত্রে অভিনয় করেই প্রশংসিত হয়েছেন অপু।

এ বিষয়ে তার ভাষ্য, 'সিনেমায় হিরো-হিরোই এবং ভিলেনের গুরুত্ব বেশি। এটা যেকোনো সিনেমায়। আমি নিজেও খল চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।'

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

11h ago