মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ বাংলাদেশের

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢুকছেন মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে। ছবি: প্রথম আলোর সৌজন্যে

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো. মাইনুল কবির।

সেসময় তাদের মধ্যে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এক প্রতিবাদ-লিপি পেশ করেন মাইনুল কবির।

গতকাল বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজন (এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা) নিহত হন।

এ ছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির লড়াইয়ের মধ্যে মর্টার শেল বা বুলেটের আঘাতে আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন।

আজ সকাল পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মোট ১১৩ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago