ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দুই বোন নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন। তার দুজন পোশাক কারখানার শ্রমিক।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার ভোর ৫টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।।

নিহতরা হলেন হাতিবেড় এলাকার আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহ কামাল আকন্দ জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল। অন্যদিকে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ঘাটাইলের দিকে যাওয়ার সময় ওই এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন।

আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Excavator brought to demolish Dhanmondi-32

An excavator was brought to Bangabandhu Sheikh Mujibur Rahman's Dhanmondi-32 residence tonight following social media announcements of a "Bulldozer Procession" to get rid of the "pilgrimage site of fascism"

3h ago